শত শত মানুষ আজও অসহায় জালিয়ানওয়ালাবাগে।
হিরোশিমাতে আজও শিশুরা পঙ্গু হয়ে জাগে।
হিটলারের জন্য আজও নিরীহ জার্মানরা ক্ষমা চায় নত মুখে।
বিষাক্ত ধোঁয়া আজও ছড়িয়ে আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তূপে।
সাইবেরিয়ার হিমেল হাওয়া আজও বলে, 'মেরোনা আমারে'।
আজও মাছিরা ভন্‌ভন্‌ করে বেড়ায় রক্তের উপর তিয়েনআনমেন চত্বরে।
মুম্বাই-এর হামলা আজও চাকুর মতো ধারালো।
এই অভিমানেই কি আয়লান কুর্দি মুখ ফেরালো?
সিঙ্গুর নন্দীগ্রামে আজও কৃষকেরা অঝোরে কাঁদে।
নির্ভয়ার মতো কত সুন্দর মেয়ে আজও পড়ে ফাঁদে।
বিশিষ্ট প্রতিবাদী সাহিত্যিকের গুলি লেগেছে মাথায়।
মাথা কাটা শিশুর দেহ ডাস্টবিনে পচে গলে যায়।

হিংসা, তুমি রক্তবীজ বংশের কুলাঙ্গার।
তোমার মৃত্যু দেখবে বলে আমার দু চোখ করছে হাহাকার।