হিমালয় কত উঁচু।
দেখলেই মনে ভক্তি আসে।
সেই হিমালয়ে কত মানুষ ওঠে
সৌন্দর্যের টানে, তাকে মাড়িয়ে যায়।
তবে প্রণাম করে ওঠে, প্রণাম করে নামে।
মাড়িয়ে যাওয়ার জন্য হিমালয়ের উচ্চতা কমে যায় না কখনো!

সেই হিমালয় বেয়ে কত নদী নেমে আসে মর্তে।
বয়ে আনে অমর মাটি।
যে মাটি হিমালয়ের মতোই সহিষ্ণু।
তা মাড়িয়ে গেলেও, তাকে আমরা 'মা' বলি।
তার সম্মান আমাদের পায়ের তলায় নয়,
বরং মাথার ওপরে।

ঠাকুর সেই হিমালয়ের মতো উঁচু।
বিবেক আমাদের দেশের মাটি।
পা দিয়ে মাড়াবে কার সাধ্য!
চলো তাঁদের পায়ে মাথা ঠেকাই।
ধন্য হোক জীবন।