ভেবে ভেবে ক্লান্ত মন।
কোথায় পাবে খুঁজে
সাত রাজার ধন?
কেঁদে মরে মুখ গুঁজে।
জলে নামলে শীতলতা,
পরক্ষণেই ডুবে যাওয়ার ভয়।
ভূমিতে সহিষ্ণু স্তব্ধতা,
তারপরেই কম্পমান চরাচরে ভূমিক্ষয়।
আকাশে উড়লেই স্বাধীন,
পরক্ষণেই তারার মতো খসে পড়া।
আগুনের স্পর্শে শুদ্ধতা প্রতিদিন,
তারপরে অযথা পুড়ে মরা।
সুখ কোথায় লেখা আছে?
শান্তি আছে যেথায়।
শান্তি তোমার আমার খুব কাছে-
হৃদয়ের অন্তরে হেথায়।