হরে কৃষ্ণ নামে মুখর আকাশ বাতাস।
হরে রাম নাম গায় চাতকের আশ।
আকাশ ভেঙে বৃষ্টি এল। হৃদয় ভেঙে শতাব্দীর কান্না।
হাঁফিয়ে ওঠা জীবনের পথে মন আজ কেন আনমনা।
সুখের ভিড়ে এ কী অসুখ! সোনা খোঁজে শান্তির ঠিকানা।
রুপার রং চাঁদের কাছে ম্লান। তামা মাটি। ফসল সোনা।
শান্তি নেই। সুখ কেমনে রবে। আনচান মন ক্লান্ত অচেনা।
হরে কৃষ্ণ নামে মুখর আকাশ বাতাস।
হরে রাম নাম গায় চাতকের আশ।
স্পন্দন চঞ্চল আজ। হৃদয় হিয়ার অব্যক্ত অস্থিরতা।
ছন্দ চায় গান। মাথা ঠুকে মরে যত সজীব সরলতা।
হারানো পাখির সুর। দিনের আলোয় রাতের নিস্তব্ধ চঞ্চলতা।
সুন্দরী ভয়াল। মিষ্টি হাসির অকারণ বিহ্বলতা।
বিশ্ব সংসার ফাঁকা। ধ্যানে বসি। অন্তরে তার স্নিগ্ধতা।
হরে কৃষ্ণ নামে মুখর আকাশ বাতাস।
হরে রাম নাম গায় চাতকের আশ।