'এই বাড়িতে তালা কেন'?

'এই বাড়ির মালিক বাড়ি ভোগ করতে পারেন নি।
শোনা কথা, তিনি একজনকে ঠকিয়ে এই জমি নিয়েছিলেন।
সে তো দুঃখে মারাই গেল।
তার অশুভ দৃষ্টি আছে এই বাড়ির ওপর।
তাই কেউ এই বাড়ি ভোগ করতে পারে না'।

এর অর্থ কি?
সবার সম্পদের ওপর সবার নজর।
কে কাকে ল্যাং মেরে ওপরে উঠবে, ভোগ করবে।
সবার ওপর সবার অশুভ ছায়া।
কেউ কারো সুখ সহ্য করতে পারে না।
কেউ ঠকে মরে, কেউ হিংসায় মরে,
কেউ বা মরে অতি সুখের জ্বালায়।

সমাজটা একটা হানা বাড়ি।
তাই এখানে মানবতার তালা সদা বন্ধ।