হাতে সময় নিয়ে পথে বেরনো ভালো,
এতে দেরি হওয়ার নেই কোনো সম্ভাবনা।
আমার মনে হয় এর থেকে এই-
যে বলছে, তার নেই কোনো ভাবনা।
সময় জলের মতো, হাতের মুঠোয় নেই ঠাঁই।
মুঠো করলেই পালিয়ে বাঁচে।
অনন্ত কে কি হাতে ধরা যায়-
সে তো তৈরি নয় কোনো সাধারণ ছাঁচে!
ঘড়ি কি সময়কে বন্দি করতে পারে,
ঘড়ি খারাপ হলেও সময় বয়ে যায়!
হাতের মুঠো ঘড়ির মতোই
সময়কে ধরতে গিয়ে নিজেই হারায়।
সময়ের পথ চলতে কেবল পারি সময়ের সাথে,
থেমে গেলেই মৃত্যু নিশ্চিত।
সময়ই হাতে রেখেছে আমাদের জীবন-
সে তাঁরই মতো রোহিত।