জ্ঞান কখনো ঢেউয়ের মতো অশান্ত-
জেগে ওঠে বুক ফুলিয়ে,
আবার ভেঙে গিয়ে মাথা কুটে মরে
শুকনো বালির নিষ্প্রাণ চিত্তে।
জন্মায় মরবে বলে-
অল্পবিদ্যা ভয়ঙ্কর সুন্দর।
জ্ঞান কখনো মাঝ দরিয়ার মতো শান্ত-
যে যত শান্ত, সে তত গভীর।
গভীরতায় ভয় বেশি-
একবার তলিয়ে গেলে আর রক্ষা নেই:
সমাজে কোনদিনও ফিরে আসা যাবে না।
ডুবুরি হারিয়ে ফেলবে খেই।
মাঝ দরিয়ায় যখন ঝড় ওঠে-
মহারথীর সাথে মহারথীর যুদ্ধ।
জ্ঞানের ধর্মই অসাম্য,
জ্ঞানের ধর্মই যুদ্ধ।
বহু জাহাজ ডোবার সাক্ষী এই দিনান্তের সূর্য।
সৎ মানুষ সর্বদা যুদ্ধ এড়িয়ে চলে-
সততা পরম জ্ঞান।
সৎ জ্ঞানে সাগর পারাপার।