সারাদিন অন্যের দোষ না বিচার করে,
রোজ সকালে ঘুম থেকে উঠে নিজের দোষ দেখা উচিত।
সব মানুষ যদি নিজের পিঠে চাবুক চালায়,
তাহলে সমাজে খারাপ কাজ করার জন্য
বা কোনও খারাপ কথা বলার জন্য
কোনও খারাপ লোকই আর বেঁচে থাকবে না।
ভালো লোকে একে অপরের গুণ দেখে-
ভালো সমাজে সমালোচনা হয় না।
সমালোচনা হয় খারাপ ঘরে,
যে ঘরে হতাশার অন্ধকার বসবাস করে।
খারাপ পরিবেশে সন্তান মানুষ হয় না।
কিন্তু ঘরের ভিত পোক্ত থাকলে
পরিবেশ কখনোই সন্তানদের মাথা খায় না।
যে ঘরে সমালোচনা হয়,
সেই ঘরে গুণী মারা যায়।
যে গুণী, সে জ্ঞানীও বটে।
তার মস্ত বড় গুণ-
তাকে নিয়ে হাজার সমালোচনা হলেও,
সে কারোকে নিয়ে কোনও সমালোচনা করে না।
গুণীর মান কেবল তার নিজের হাতেই,
অপরের হাতে নয়;
যেমন জ্ঞানের উৎস অন্তরেই,
বাইরে নয়।