চুনো মাছ সারাদিন সাঁতার কাটে জলে।
জল খাওয়াটা স্বাভাবিক।
বোয়ালটা প্রচণ্ড শয়তান, সমাজ বলে।
সুযোগ পেলেই চুনো ধরে খায়, ভীত চারদিক।
বোয়ালটা হুলোর মতো-
হুলো সারাদিন মাছ চুরি করে খায়,
রাতে অকারণে ফাঁকা করে ইঁদুরের গর্ত।
ও ইঁদুর খায় না, তবে গঙ্গার জলে ভাসায়!
ঘরের কাজ ঘরে হয়, বাইরের কাজ বাইরে।
কাজ হয় পথে ঘাটে, পুকুর পাড়ে, মাঝ সমুদ্রে------
ডাকাত সর্দার পাহারা দেন লাঠি হাতে দাঁড়িয়ে।
তিনিই প্রয়োজনে হাতকড়া পরান, তিনি ভালমন্দের ঊর্ধ্বে।
তার বাড়িতে প্রচুর বিড়াল, পুকুরে প্রচুর বোয়াল।
বিরোধীর সংগ্রামকে করেছেন গৃহবন্দী।
যমের খেয়াল ভগবানও বোঝে- মানুষ বোঝে না মানুষের খেয়াল।
গণতন্ত্রের ভিড়ে মৃত্যুর অভিসন্ধি------