পদদলিত বললো:

চামড়া ছাড়ালে দু মুঠো খেতে পাই।
গণতন্ত্রে জায়গা দিতে পারে না
কিন্তু বড় বড় কথা!
বলি, চামড়ার জুতো পরে বনবন করে ঘুরে বেড়ালে
কোনো দোষ নেই আর আমাদেরই যত দোষ।

ম বাবু বললো:

পবিত্র ঈদে অভুক্ত মানুষকে খাওয়ানো কি পাপ?

গরু বললো:

আমি মাথামোটা, বংশে লেখাপড়ার চল নেই,
তবে আমাকে মর্যাদা দেওয়া নিয়ে যে এতো বড় বড় নীতি হবে
তা আমি স্বপ্নেও কখনো ভাবিনি!

বিধাতা পুরুষ বললো:

সেই পশু রক্ষার নামে ভণ্ডামি বন্ধ হোক,
এসব হলে দেশের অগ্রগতি হবে না।
ইতি, সংখ্যা বেশিকে হাতে রাখো
আর সংখ্যা কমকে হাতের মুঠোয় রাখো।

প্রথম বাক্যটি শুনে দেশবাসী হাঁপ ছেড়ে বাঁচলো
আর দ্বিতীয় বাক্যটি পৌঁছলো সাধু রং শিবিরে।

গরু বললো:

ধর্মের নামে হানাহানি করাটা পাপ-
সব ধর্মের লোক যেন মিলেমিশে থাকে।
ইতি: সনাতনবাদ জিন্দাবাদ!

প্রথম বাক্যটি শুনে দেশবাসী হাঁপ ছেড়ে বাঁচলো
আর দ্বিতীয় বাক্যটি কানে পৌঁছলো তাদের,
যারা সেই পশুর মাংস রপ্তানি করে।
সকলে মুচকি হাসলো,
শুধু একজন বললো:

সবই তো পাচার হয়ে যায়-
কাটার জন্য কটাই বা পড়ে থাকে দেশে!
দেশের বাইরে হুঁশ থেকেও নেই
আর দেশের ভিতর শুধু হাম্বা হাম্বা করা------