প্রতিবাদ ও গ্রেপ্তার
উভয়ই গণতন্ত্রের অঙ্গ।
দেখতে হবে
যিনি প্রতিবাদ করছেন,
তিনি শান্তিকামী কিনা
বা যে গ্রেপ্তার করছে,
সে মানবিক কিনা।
প্রতিবাদ সকলেই করতে পারে
কিন্তু প্রলয় নয়-
মাথা উঁচু করে বাঁচার তাগিদ
কেবল গণতন্ত্র শেখায়।
সন্দেহ হলে ধরে বেঁধে জেরা করাই যায়,
তবে সৌজন্য সামনে রেখে-
নিরপরাধকে সসম্মানে মুক্তি দেওয়াই
গণতন্ত্রের ধর্ম।
প্রতিবাদ চলছে, চলবে,
তবে প্রলয় নয়।
ধরা দেবে সত্যের কাছে,
কখনো অনিশ্চয়তার কাছে নয়।