আমার চেতনা হারিয়ে গেছে
আমারই মনের গভীরে।
আমার প্রেম হারিয়ে গেছে
আমারই হৃদয়ের অন্তরে।
চেতনা ও প্রেম যেথায় মেলে
জন্ম নেয় ভক্তি।
চেতনা ও প্রেম যেথায় হারায়
পথ দেখায় মুক্তি।
মনের যত ভাঙ্গা তরঙ্গ,
প্রাণের যত জমাট মেঘ,
ফেটে পড়ুক মুক্ত হয়ে,
ছড়িয়ে দিক মুক্তির আবেগ।
হারানো মনে গঙ্গা,
হারানো প্রাণে হিমালয়।
চেতনার অনন্ত ধারা
প্রেমের উৎস থেকে চিরকাল বয়ে যায়।