১) গন্ধ শুঁকে
'ও গন্ধ শুঁকেই কৃতকর্ম করে'।
'ও আমার বাড়ির সামনে এই কাজটা করে রোজ,
তাই ওর কৃতকর্মের ফল আমাকেই ভোগ করতে হয়।
কিছু বলতে গেলেই বিপদ-
সাদা চামড়ার লেজ সোজাই,
আমাদের হালু, নগেনদের মতো বাঁকা নয়।
ওদের লাথ মারলে প্রাণের দায়ে পালায়।
একে ছুঁলে আমারই প্রাণের দায়।
প্রাণের দায়ে বিদেশের দালালি।
বিদেশীরা চলে গেলেও
তাদের সঙ্গীরা এখনো আমাদের সমাজে বিদ্যমান।
এবার আমিও কৃতকর্ম করবো আপনার বাড়ির সামনে'!
২) সুখটান
বন্ধু ও বান্ধবী
একসাথে দাঁড়িয়ে সুখটান দিচ্ছে।
ক্ষতি কি?
মেয়েরাও ছেলেদের সাথে সমান তালে এগিয়ে।
ক্ষতি নিজেদের ফুসফুসের,
ক্ষতি আশেপাশের মানুষদের ফুসফুসের,
ক্ষতি সংস্কৃতির মনের, ফুসফুসের নয়,
কারণ কেউ স্বেচ্ছাচারকে সহজ ভাবে নেয়,
কেউ তা পারে না।
গণতন্ত্র স্বাধীনতা মানে,
স্বেচ্ছাচারকে ঘৃণা করে।
কিন্তু এই সমাজে আমরা সকলে
নায়ক নায়িকা
ডান হাতি বা বাঁ হাতি যাই হই না কেন!