গোবর গণেশ দুই ভাই নয়,
তবে ভাই ভাই, দুই চাটুকার সমান সমান।
গোবর ও গণেশ দুই-এ মিলে গোবর গণেশ।
গোবর আসল নাম নয়-
মাথায় ঘিলুর জায়গায় গোবর:
সেই গোবরে গন্ধ নেই!
মাথা মোটার আরেক নাম, ডবল বোকা।
সে দল করে নাম কেনে, প্রতিভায় নয়।
কারো পাশে নেই, পিছনে আছে আছোলা বাঁশ হাতে।
ব্যবহার মশার মতো,
সুযোগ পেলেই কামড়ায়।
গণেশ কোনো দেবতা নয়, মানুষেরই রূপ,
দেবতার নামে তার নামকরণ।
খেয়ে খেয়ে পেট মোটা।
দল করে নয়, দল বদল করেই পুরস্কার।
এ ডাল সে ডাল করে বেড়ায়
লেজ কাটা বাঁদর।
অন্যকে বলে, পা চাটা।
পা চাটায় কোনো দোষ নেই, কেবল পশ্চাৎ চাটায় দোষ।
অন্যকে উঠতে না দেওয়ার নগ্ন ফিকির।