লাল নীল সবুজের মেলায়
হঠাৎ গেরুয়া সন্ন্যাসীর আগমন!
লাল সবুজের গায়ে ছাপ আছে,
নীল রঙটা নামের সাথে। নীল শিয়াল------।
টাকার একটাই রং- কালো! সাদা সনাতন!
চরিত্র যখন যেটা নেয়------
টাকায় চরিত্র নষ্ট হয়,
তাই বিবেক টাকা ছুঁতে নারাজ।  
বিবেক ব্যাপারটা সবার আছে
কিন্তু অভিনয়ে চাপা পড়ে যায় তার সোনামুখ।
রাজার আগে এখন অভি যোগ হয়ে সব অভিনেতা-
অভিনেতারাও কখনো কখনো রাজাদের মতো দাদাগিরি করে!
রং বদলালেই মানুষ বদলায় না-
চরিত্র টাকার দাস, ক্ষমতার দালাল।