আমাকে দাবি করে
না করে দিলে সেকেলে বলে।
পরে আবার ফিরে এলে।
আমার মা বাবার বুকে দারুণ ব্যথা-
মৃত্যু সমান যন্ত্রণা।
আমি বুকে পাথর বেঁধে
নেমে গেলাম জলে।
সাঁতার কাটলাম তোমার সাথে অজানায়।
যার কাছ থেকে আশা করো,
উচিত আগে তার আশা পূর্ণ করা।
আধুনিকতার মায়াজালে কত পুরাতন হারিয়ে যায়-
ঐতিহ্য থেকে একান্নবর্তী
অথবা সতীত্ব থেকে সনাতন।
আমি ঘরেই থাকবো,
কিন্তু ঘরে ফিরবো না।