আমি যে ঘর থেকে এসেছি,
সেই ঘর আমাকে কারো কাছে
কখনো হাত পাততে শেখায়নি,
এমনকি দুর্দিনেও নয়।
সেই ঘর আমাকে শিখিয়েছে-
সম্মানের কাছে মাথা নিচু করতে
আর অসম্মানের কাছে মাথা উঁচু করতে;
সুখের সামনে গড়াগড়ি দিতে
আর দুঃখের সামনে উঠে দাঁড়াতে;
জীবনের সামনে জয়গান গাইতে
আর মৃত্যুর সামনে শ্লোগান দিতে।
যে ঘর থেকে আমি এসেছি,
সেই ঘরের নাম গুরুকুল।
যে ঘর থেকে আমি এসেছি,
সেই ঘরের নাম সত্যপীঠ।
যে ঘর থেকে আমি এসেছি,
সেই ঘরের নাম শান্তিধাম।
যে ঘর থেকে আমি এসেছি,
সেই ঘরের নাম মুক্তিদূত।
কিন্তু আমি ঘরে ফিরবো না আর,
থাকবো লোকালয়ে,
সময়ের সাথে পা বাড়াবো বলে।
আর লোকালয়ে হোঁচট খাওয়া লোকেদের
পাঠাবো সেই ঘরে!