মাঝে মাঝে মনে হয় আর লেখা বেরবে না-
এই বুঝি কলি যুগ শেষ হয়ে গেল।
সত্য যুগ শুরু হল বলে।
সত্য যুগে সব চিন্তা
শুরু হতো সত্য দিয়ে
এবং শেষ হতো সত্য দিয়ে।
সে যুগে মনকে অত ভাবতে দেওয়া হতো না,
কেবল ছিল হৃদয়ের স্বচ্ছতা।
মন বেশি ভাবলেই বিপদ।
কবি মন দিয়ে ভেবে
হৃদয় দিয়ে অনুভব করে।
সত্য যুগে কেবল সত্যবান ছিলেন-
মনকে ভাবতে দেওয়া হতো না বলে,
কোনো কবির তখন জন্ম হয়নি।
এই ভাবনাই আমাকে নতুন করে জাগিয়ে তোলে-
কলির পাপের ভিড়ে খুঁজি এক চিলতে পুণ্যতার আবেশ।
আমরা কবি-
কলি যুগেই সত্যকে ধরে রাখতে জানি
কিন্তু নিজের মনকে ভাবনা থেকে বিরত রাখার কথা
চিন্তা করলে গায়ে জ্বর আসে!