১) গাড়ির চাকার তলায়
'গাড়ির চাকার তলায় বিড়াল'।
'আপনার পোষা বিড়াল নাকি'?
'না'।
'তাহলে এতো দরদ কেন'?
'অকারণে প্রাণহানি অপরাধ'।
'আমি তো তাকে জোর করে চাকার তলায় আনি নি।
সে নিজে যেচে এলে আমার কী দোষ'!
'ও আপনার মতোই নির্বোধ- মান অপমান বোধ নেই'।
'কী বললেন, আমি নির্বোধ! ভাগ্যিস আপনি চাকার তলায় নেই'।
'মেরে দিতেন নাকি'?
'পা ভেঙে দিতাম'।
'বিড়াল দুঃখে কাঁদে, মানুষ কেবল সুখে কাঁদে'।
'মানে'?
'হর্ন দিন, ও পালিয়ে যাবে আওয়াজে, আর আপনারও ঘুম ভাঙবে'।
২) মশার জীবন
মশার কেমন জীবন হয়-
আজ জন্মালো,
কাল কামড়াতে শিখলো,
পরশু এক তালিতে শেষ।
মানুষ দাঁত না নিয়ে জন্মালেও
কামড়াতে শিখেই জন্মায়!
মানুষ হাত নিয়ে জন্মালেও
তালি মারে কেবল কাছে মশা এলে,
অন্যথায় নয়!
মানুষ মশার মতো কামড়ায় না,
কামড়ায় মানুষের মতো!
মশা তালি মারতে জানে না,
তবু মানুষ তালি মারে কেবল মশার কারণে!