গণেশ-এর মাথা কাটা গেল।
লজ্জায় নয়, অহংকারে।
অহংকারের পতন হবেই,
আর তা হলেই মহামানব জন্মায়।
মহামানবকেই আমরা দেবতা জ্ঞানে পুজো করি।
মাথা উড়ে যাওয়ার মানে
নিজের দেহের বিনাশ,
তাহলে নিজের জাগতিক সুখের জন্য কেন এ হাপিত্যেশ !
দেহ নশ্বর- তার বিনাশ অবশ্যম্ভাবী।
দৈহিক শক্তি দিয়ে ক্ষণিকের প্রহরায়।
নিথর দেহ শক্তিহীন।
নিথর দেহ চঞ্চলহীন।
নিথর দেহ প্রেমহীন।
নিথর দেহ মূল্যহীন।
মূল্যটা কেবল মাথা তুলে বাঁচার,
মাথা নত করে অপরকে নত চোখে দেখা নয়।
অহংকারীই মাথা নত করে।
মাটির মানুষ সদা মাথা তুলে বাঁচে।
শিব দেহের স্পন্দন-
অন্তর্যামী রূপে অন্তরাত্মা।
তাঁর শিক্ষা অসীম।
তাঁর জ্ঞান অনন্ত।
তাঁর দীক্ষা অজেয়।
তিঁনি পরম ও নিত্য দার্শনিক।
হাতির মাথা নিয়ে নতুন জীবন শুরু
কারণ হাতি মাথা ঘোরালেও নিজের পুরো শরীর দেখতে পায় না !