গাছেদের আমাদের মতো স্নায়ু নেই,
নেই মাথা-
তাই আমাদের মতো বোধ বুদ্ধিও নেই।
আমাদের কেউ শোষণ করলে,
আমরা রুখে দাঁড়াই।
গাছ কেটে বন সাফ হয়ে যায়-
কই গাছেদের তো কোনো মিছিল বেরোয় না!
মিটিং নেই, মিছিল নেই,
তবু আছে বেঁচে থাকার তাগিদ।
যে দিকে আলো বাতাস, সেই দিকেই ঝুঁকে যায় চারাগাছ।
যে দিকে জল, সেই মাটিই আঁকড়ে থাকে চারাগাছ।
কেবল বাঁচার জন্য বাঁচা-
অযথা মুখ লাগিয়ে কী লাভ।
যে মানুষ তাকে কাটে,
তাকে সে অক্সিজেন দেয়।
প্রতিশোধের কথা গাছেরা ভাবে না,
উল্টে অপকারীর উপকার করে।
তাদের আমাদের মতো অনুভূতি না থাকতে পারে,
সহানুভূতি আছে বৈকি।
গাছেদের কেবল বাঁচার তাগিদ আছে,
আছে সভ্যতা বাঁচাবার তাগিদও।
নেই সুখ দুঃখের বালাই, নেই অনুতাপ-
তাই গাছেরাই সবথেকে সুখী প্রাণী এই জগতে।
আর মানুষেরা দুঃখ দেয় বলেই যত দুঃখ পায়।
তাই গাছ হয়ে বেঁচে থাকো!