আপেল বলল,
'আমি বড় মানুষের সম্পদ- আমাকে দাম দিয়ে যায় চেনা'।
আঙ্গুর বলল,
'আমার কেবল রেড ওয়াইনের সাথে সম্পর্ক'।
মুসম্বী বলল,
'আমি সুন্দরীর ত্বকের ঔজ্জ্বল্য'।
কমলা বলল,
'আমার নরম মাংস সবার সেবায় আসে'।
বাতাবী বলল,
'আমি সুগার কমাই, লিভারও ভালো রাখি- সুস্থ জীবনের ভরসা দিই'।
পেয়ারা বলল,
'আমি আপামর জনগণের আপেল'।
আম বলল,
'আমি সবার পাতেই যাই- ভালবেসে বরণ করলেই হল'।
লিচু বলল,
'আমি অভিজাত মানুষের বন্ধু, তবু ভেদাভেদে নেই উঁচু নীচু'।
বেদানা বলল,
'সবার রক্ত লাল, কিন্তু সস্তা রক্তে আমার রস নেই'।
খেঁজুর বলল,
'শুকনো জীবনে আমার শুকনো রস সজীবতা আনে না'।
জাম বলল,
'আমাকে যে পেড়ে খাবে, আমি তারই- গাছের মাচায় থাকি বলে বড় নই'।
কাঁঠাল বলল,
'আমার গন্ধে চারদিক ম-ম করে, যেমন তোমরা মিষ্টি ব্যবহারে করো বিশ্বজয়'।
আতা বলল,
'আমি বুদ্ধিহীন বড় মানুষের ধন'।
শাঁকালু বলল,
'আমি ভালুকের প্রিয় খাদ্য'।
সবেদা বলল,
'আমার মিষ্টতায় ধন্য মধ্যমান'।
বেল বলল,
'আমি পেট পরিষ্কার রাখতে সাহায্য করি- পেট পরিষ্কার মানে মনও পরিষ্কার'।
ন্যাসপাতি বলল,
'আমি জনতার সাথে, জনতার পাশে'।
কলা বলল,
'কারো যদি হঠাৎ শক্তির দরকার হয়, আমি আছি'।
শসা বলল,
'আমি সকলকে হজম করি, কিন্তু নিজে হজম হই না'।
তরমুজ বলল,
'তৃষ্ণা ভরা গ্রীষ্মে আমি উপশম'।
জামরুল বলল,
'আমাকে পোকাতেও খায়'।
কুল বলল,
'আমি সব কুলেই হাসি ফোটাই'।
পানি ফল বলল,
'আমার গায়ে পাঁক লেগে'।
আঁশ ফল বলল,
'আমি জঙ্গলে বসবাস করি'।
আপনি যে ফলটা খেতে ভালবাসেন,
আপনার চরিত্র সেটাই!
'