ফাঁসি হলেই নাথুবাবুরা মরে না-
সে বুক ফুলিয়ে বেঁচে থাকে
মানুষের ধর্মান্ধ মনের অন্ধকারে।
ধর্ম যেখানে আছে, সেখানে ধর্মান্ধতা থাকবেই।
খুব কম ধার্মিক মানুষই উদার হয়,
খুব কম উদার মানুষই ধার্মিক হয়।
আমি আগে উদার হতে চাই,
তারপরে ধার্মিক হবো।
রাজা সীতাপতি আর মৌলবাদী সীতাপতির যুদ্ধ
কি আর কোনো দিনও থামবে না?
কত নাথুবাবুর ফাঁসি হবে,
কত শান্তিকামী মহামানব মারা যাবেন-
তার হিসেব কে করবে শুনি?
তবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি-
নাথুবাবু যদি জন্ম নেয় জনৈক কোনো সঙ্ঘে,
তাহলে জাতির জনক জন্মাবেন ঘরে ঘরে-------