১) এক্সপেকটেশন
আমি কারো কাছে
কোনো কিছু প্রত্যাশা করি না।
কিছু পেলে ভাবি,
হয়তো কোনো দিন কারো উপকারে এসেছিলাম,
তাই উপকার পেলাম।
কিছু না পেলে ভাবি,
হয়তো কোনো দিন কারো দুঃসময়ে মুখ ফিরিয়েছিলাম,
তাই উপকারের বদলে তিরস্কার পেলাম।
মনকে মানিয়ে নিলে হালকা লাগে।
প্রত্যাশা করে যদি না পাই,
তাহলে মানুষের প্রতি ক্ষোভ জন্মায়,
তার থেকে হিংসা।
যদি প্রত্যাশার বেশি পাই কারো থেকে,
মানুষের প্রতি লোভ জন্মায়,
তার থেকে মোহ।
হিংসা ও মোহ দুটোই মৃত্যুর কারণ।
২) ভোগ
মা যেমন রাখবে,
তেমন ভোগ পাবে।
দোতলা বাড়িতে রাখলে
পাবে অন্ন ভোগ
আর মাটির ঘরে রাখলে
পাবে বাতাসা।
রামপ্রসাদের ভুলটা কোথায়?
তিঁনি অবস্থা বুঝে ব্যবস্থা করেছেন মাত্র-
অভাবে স্বভাব নষ্ট।
মাটির মা মৃন্ময়ী নয়, চিন্ময়ী।
মাটির পুলি পিঠে মাটির কেন হতে যাবে শুনি!
সে পিঠেতে আছে প্রাণ,
যে প্রাণ আছে মাটির মূর্তিতে।
ভক্তি ভরে গ্রহণ করলেই হয়।