এমনও দিন আসে
জীবনে চলার পথে-
সময়ের ঘড়ি দেওয়ালে রেখেও
সময় অধরা থাকে দারুণ অসময়ে।
জীবন ছাড়া জীবিকা হয় না,
যেমন সূর্য ছাড়া চাঁদ অন্ধকার।
কিন্তু চাঁদ ছাড়া সূর্য জ্বললেও
জীবিকা ছাড়া জীবন মৃত।
পেটের টানাপোড়েন
সব থেকে বড় টানাপোড়েন।
এই টানাপোড়েনে যেটা হারায়,
সেটা হল কবিতা।
জীবনটা কবিতা নয় জানি,
তবুও কবিতা ছাড়া জীবন বৃথা।
পেটের টানে মন হারায় আবেগ,
হৃদয় হারায় যুক্তি,
অনুভব হারায় অনুভূতি,
দেহ বয়ে আনে জড়তা।
পেট না কাজ করলে,
কেউ কাজ করে না।
পেটের টানে কাজ করে কেবল অনিশ্চয়তা।
এ বিশ্ব ব্রহ্মাণ্ড-এ কেবল তিন জন শাশ্বত-
সূর্য, সময় ও সত্য;
বাকি সব মিথ্যা।
আরেকটা জিনিস শাশ্বত আছে বৈকি-
সেটা সবার সম্পদ নয়-
সেটা কেবল কবির সম্পদ।
কবিতা দিয়েই
আঁকবো সূর্য, জিতবো সময় ও ধরবো সত্য-
অসময়ের কাছে আমার দৃঢ় অঙ্গীকার।