দেশের মধ্যে দেশ আছে।
দলের মধ্যে দল আছে।
ঘরের মধ্যে ঘর আছে।
সংসারের মধ্যে সংসার আছে।
মানুষের মধ্যে আছে মানুষ।
জীবিকার ভিড়ে জীবন বাঁধা।
সফলতার ভিড়ে পরিশ্রম বাঁধা।
আনন্দের ভিড়ে অশ্রু বাঁধা।
চরিত্রের ভিড়ে ব্যবহার বাঁধা।
মানুষের ভিড়ে বাঁধা সময় অসময়।
ছাদের ওপর ঘর আছে।
বাবার ওপর থাবা আছে।
ভিত্তির ওপর ভবিষ্যৎ আছে।
দানের ওপর ত্যাগ আছে।
মানুষের ওপর আছে সত্য।
সম্পর্কের ভিড়ে স্বার্থ ফাঁকি।
জনমতের ভিড়ে একাকীত্ব ফাঁকি।
আন্দোলনের ভিড়ে স্বৈরাচার ফাঁকি।
ভোটের ভিড়ে নায়ক ফাঁকি।
মানুষের ভিড়ে মান-হুঁশ ফাঁকি।