আমি সব জায়গায় মেয়েকে খুঁজেছি
কিন্তু মন্দিরে নয়।
কারণ সেটা পবিত্র জায়গা,
ওখানে লুকিয়ে নেই ভয়!

কিন্তু ভয় কোথা থেকে আসে
বলতে পারে না কেউ!
পবিত্র মন্দিরের অন্ধকার ঘরে
খেলছিল অপবিত্র শ্বাসের উত্তাল ঢেউ।

নাবালিকাকে অচৈতন্য করে কেচ্ছা করা,
তারপর ঠাণ্ডা মাথায় খুন------
সীতাপতির নাম যারা বেশি নেয়,
তাদেরই রক্তে সহজে ধরে ঘুণ।

শুনেছি ভগবান থাকেন সব জায়গায়
কিন্তু বিপদের সময় বাঁচাতে আসেন কই!
এক কালে এ দেশে ঘুরতো সাপ ধরার দল-
এখন কেচ্ছাকারীরা ছড়ায় শ্মশান পথে খই।

যার মেয়ে গেল, কেবল সেই বুঝলো
মেয়ে হারানোর জ্বালা।
ধর্মটা পুরানো বাড়ির আগাছা
আর আইন হল বোবা, কানা ও কালা।

মানুষ ধর্ম গড়েছে
কিন্তু ধর্ম কখনো মানুষ গড়ে না।
হারিয়ে যায় মনুষ্যত্ব
কিন্তু দেবালয় কেন হারায় না?