এবার পুজো এসে গেল------
দিল্লিতে আছি বলে বুঝতে পারছি না-
এখানে শরতের আকাশে ভাঙা গলার মতো প্রাণ নেই,
ধুলো বালি মাখা চোখ কাশ ফুল দেখার অবকাশ পায় না,
গাড়ির শব্দ শোনে কান, ঢাকের শব্দকে আপন করে না।

শুনেছি বাঙালিরা যেখানে থাকে,
সেখানে ভাল পুজো হয়, যেমন সি আর পার্ক।
মনের টানেই গেলাম সেখানে
কিন্তু প্রাণের টান অনুভব করতে পারলাম কই!
প্রাণটা আধুনিকতার জালে আটকা পড়েছে শালিক পাখির মতো-
এখানে আছে ফ্ল্যাট, গাড়ি, জিন্স, স্কার্ট;
নেই মাটি, নেই কাশ, নেই গ্রামাঞ্চলের ঢাকী,
নেই নির্মল আকাশ, নেই ধুতি, নেই লাল পাড় সাদা শাড়ি।    

বসে দেখি মায়ের মুখ-
মা বিশ্বব্রহ্মাণ্ডে এক ও অভিন্ন
কিন্তু এখানে মা ব্যস্ত জীবনের একলা রমণী!