শাহজাহান তাজমহল সৃষ্টি করেছিলেন
মমতাজকে প্রেম নিবেদন করবেন বলে |
শুনেছি তাঁর নাকি সাতাশটা বৌ ছিল |
দামোদর হিমালয় সমান মূর্তি বানালেন-
যা একতার প্রতীক হিসাবে জগৎ বিখ্যাত |
তিঁনি ঘোড়া আর উটের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে
বসলেন দেশের সিংহাসনে |
শাহজাহানের ভালোবাসা মুরগি পোষার মতো!
দামোদরের ভক্তি হাঁস পোষার মতো!
মুরগির মাংস মিষ্টি
কিন্তু হাঁসের মাংস তেতো |
মমতাজকে তিঁনি বিছানায় জায়গা দিয়েছিলেন
কিন্তু দামোদর উটেদের বাড়ির দরজার চৌকাঠ ডিঙ্গিয়ে যেতে দেন নি |
উটের মাংসের কেমন স্বাদ, তা আমার জানা নেই |
তবে ঘোড়া ও উট একই প্রজাতি খায়-
হিসাবের খাতায় যাদের সংখ্যা কম |
সংখ্যা কমদের প্রতি এ হেন প্রেম দেখে
স্বয়ং মমতাজ বেঁচে থাকলে শিস দিতেন!
তাজমহল বহু কৃষকের পেটের ভাত কেড়ে নিয়েছিল |
আর একতার মূর্তি কেড়ে নিল সংখ্যা কমদের চোখের জল-
তাদের চোখ গুলো বন্ধক রেখে
মতদান নামক পণের বিনিময়ে |
এটা মুরগি ও হাঁসের লড়াই নয়,
ঘোড়া ও উটের লড়াই |
মুরগি ও হাঁস মনের ভাব মাত্র |
দামোদর ঘোড়ার পুজো করলেও উটের পুজো করেন না |
এই খান থেকেই যত জ্বালার উৎস!
কিন্তু পোড়া রুটি মতদানে কেন?
রুটি দু পক্ষই খায় মাংস আলাদা খেলেও!
কালো তাজমহল সে যুগে না বানানো হলেও,
এ যুগে বানানো হয়েছে------
সে যুগে দুর্ভিক্ষ ছিল
কিন্তু এ যুগে কেবল দৃষ্টিহীনতা!