ক)

যদি একটাই রং থাকতো,
ধরুন নীল,
তাহলে জীবনটা ঠিক জমতো না।
জীবন রাঙাবার জন্যই এতো রং।

বিশ্বে নানান রঙের মানুষ।
এক ভাবনা করো নয়।
এক জীবনও কারো নয়।

একটাই মত থাকলে
সমাজে অগ্রগতি সম্ভব নয়।
তাই বহু মত ও বহু পথ।  

খ)

খেলাধুলা ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দেয়,
যা ধর্মের বই পড়ে কখনো হয় না।
ধর্মটা সত্যি তাই পড়ার বইতে নয়-
ধর্মটা খেলার মাঠে।
যত বেশি খেলবে,
ততই যুদ্ধ কমবে।