জীবনটা অঙ্ক নয়।
এখানে দুইয়ে দুইয়ে বাইশও হতে পারে।
তোমার জীবনে সে উপদেশ খাটে,
সেটা আমার জীবনে খাটবে এমন নয়।
সবার ঘড়িতেই তিনটে কাঁটায় সময় ফুটে ওঠে
অথচ তিন আঙ্গুলের কপালে জীবন সীমাবদ্ধ নয়
আমরা তা ভাবলেও।
খাতায় সময়ের অঙ্ক কষা গেলেও
জীবনের অঙ্ক খাতায় কষা যায় না কখনো
কারণ জীবনে অঙ্কের কোনো জায়গা নেই,
পুরোটাই দর্শন।
তাই জীবনে চলার পথে সমস্যার সমাধান অঙ্ক কষে হয় না-
জীবনের সমস্যার সমাধান জীবন দিয়েই হয়।
উপদেশ তাই পড়ো,
সব মানার দরকার নেই।
জীবনকে তাই বলো,
অঙ্ক কষার কোনো প্রয়োজন নেই।
জীবনকে দিয়ে জীবনকে বোঝো,
জীবনকে দিয়ে জীবনের দান চালো।