বড় লোকের ঘরে
রোজ রোজ মা বাবার সাথে
ছেলে মেয়েদের দেখা হয় না।
গরীব জীবনের দরবারে
ভাত ওঠে রোজ এক পাতে
লক্ষ্মী ছাড়া কেউ আলাদা থাকে না।
মন যখন যায় উড়ে
মাটিতে পায় না তল গর্বের অভিঘাতে
অন্তর্যামী ফিরেও চায় না।
মন যখন মাটির কান্না শুনে মরে
আকাশের শূন্যতা হাতের মুঠোতে
নিজে নিজের ভিতর হারায় না।
অর্থের অভাব নেই তাঁর গড়ে
অভাব নেই মনের মানের সাথে
তবু দুজনের আলাদা অভাব পিছু ছাড়ে না।
এক দিকে বালি অন্যতে জল ভরে
আলাদা অভাবের ঘাত প্রতিঘাতে
তবু কখনোই এক বিন্দুতে মেলে না।