কুয়োর ব্যাঙ বলে,
'ওরে সমুদ্রের ব্যাঙ, তোর জল নোনা।
আমার জল মিষ্টি।
নুনের মাপে মিষ্টি কি যায় কেনা'?
সমুদ্রের ব্যাঙ হাসে,
'অতি জলে মিষ্টি থাকে না রে ভাই,
জ্ঞান সদা ব্যস্ত, তাই সহজেই ঘামিয়ে ওঠে-
ঘামেই যত নুন, আরামের মিষ্টতা ছাই'।
কুয়োর ব্যাঙ রেগে যায়,
'আমার কুয়ো ছোট বটে কিন্তু জ্ঞান আমার খাঁটি।
মিষ্টি মেলে উৎসবে,
নুনের উপস্থিতিতে পুরো উৎসবটাই মাটি'।
সমুদ্রের ব্যাঙ ব্যঙ্গ করে,
'নিজের কুয়োর অন্ধকার দেখতে পেলে
সমুদ্রে নুনের পরিমাণ না মেপে, মাপতে গভীরতা।
কুয়োর জলে হারানো আলো, সমুদ্রে তরঙ্গ খেলে'।
কুয়োর ব্যাঙ কাঁদে,
'উদারতার মধ্যেও সংকীর্ণতা থাকে লুকিয়ে,
তাই সমালোচনার ঊর্ধ্বে তুমি নও।
সমুদ্র তলও অন্ধকার, দাও তার দাম চুকিয়ে'।
সমুদ্রের ব্যাঙ করুণা করে,
'নুন ছাড়া রান্না বৃথা,
গভীরতা ছাড়া জ্ঞানের নেই যে মূল্য।
কোটি কোটি কুয়ো মিলে এক সমুদ্র- জানো সেই কথা'।