১) দোষ
সকলের দোষ খুঁজে বার করে
নিজেকে নির্দোষ প্রমাণ করা
নিছক মাথামোটার কাজ।
দাদা, মানুষ মাত্রই ভুল হয়।
অন্যের মনে অশান্তি দিয়ে
নিজের মনকে কখনোই শান্ত রাখা যায় না।
অন্যের অস্থিরতার সুযোগ নিয়ে
নিজেকে কখনোই স্থির রাখা যায় না।
তাই বলি, নিজে শান্ত ও স্থির থাকুন-
নিজের দোষ দেখে নিজেকে শোধন করুন।
ভুল দিয়ে মানুষ বিচার না করে,
গুণ দেখে মানুষকে হৃদয়ে বরণ করুন।
২) সেকেলে
'তুমি বড় সেকেলে'।
'কালের কোনো একাল সেকাল নেই,
কাল কালই, আদি অন্ত নেই, কেবলই পথ চলা'।
'তবে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ আছে বৈকি'।
'অতীতের আদর্শ, বর্তমানের বিন্যাস ও ভবিষ্যতের ভাবনা'।