'তুমি কোন দল'?

একবার এ দল, একবার ও দল।
দলে দলে দলাদলি।
দল গড়া, দল ভাঙা।
এ দলের কথা ও দলে,
ও দলের কথা এ দলে।
দলের ভিতরকার খবর দলের বাইরে।
দলের ভিতরেও আরেকটা দল।
দলে দলে রং বদল।

'আমি নির্দল'।

নির্দলেরও দল থাকে-
দলমা হাতির দল আছে,
দোয়েল পাখির দল আছে,
দোকানদারের দল আছে,
দুষ্টু দাদুদেরও দল আছে
আর আছে দানবদের একটা দলও।

'আমি দল ছুট'।

দলে বড় ভিড়। শ্বাস কষ্ট হয়।
তার ওপর করোনা। পালিয়ে হাঁফ ছাড়ি।
একারও দল থাকা দরকার।
দলের ভিড়েই দল হারাই।
দলের বাইরে মাথা তুলে দাঁড়াই।
নেই দল, নেই দলাদলি।
একার বিশ্বে একাই রাজা।
বিচ্ছিন্নতাবাদ নয়, আত্মোপলব্ধি।