আকাশ ঝলমলে।
আলোর তরঙ্গ
ভেদ করছে মানব হৃদয়।
হঠাৎ সন্ধ্যা নামলো-
পূর্ণ সূর্য গ্রহণ।
মানব মনের মতো চঞ্চল পাখিরা
জীবনের উন্মাদনা ভুলে
এক চিলতে বাসার খোঁজে
দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে
চিৎকার করতে লাগলো।
রাহুর গ্রাসে সুরলোকের সূর্য।
জীবনের আরেক নাম সুর।
মুছে গেল সুর।
মুছে গেল জীবন।
মুছে গেল অধ্যায়।
সুর চাপা পড়ে গেল শোকে।
তাল চাপা পড়ে গেল শুকনো মালায়।
লয় চাপা পড়ে গেল ধূপের ছাইয়ের অলিখিত জীবনবোধে।
হঠাৎ অন্ধকার দেখে গানের পাখির
দুটো ডানা খসে পড়ল ভূমিতে।
ডানার পালক ছিঁড়ে সে কী রক্ত!
আমার হাতে পায়ে রক্ত।
তোমার হাতে পায়ে রক্ত।
মৃত্যুর হিংসায় বলি শিল্পের সৃজন।
দিনের আলোয় সন্ধ্যার শূন্যতা
যেন সভ্যতার শেষ লগ্নে সূর্যাস্ত।