মানুষের জন্ম আফ্রিকায়।
সেখান থেকেই ছড়িয়ে পড়ে মানুষ সারা বিশ্বে।
জন্মকে সর্বদা মানুষ অস্বীকার করে
কারণ মানুষ বড় হয় কর্মে, জন্মে নয়।
জন্ম দেয় মা, জন্ম হয় মাটিতে।
মায়ের সৃষ্টি ও মাটির সহিষ্ণুতা সর্বদা সফল জীবনের সঙ্গী।
সভ্য মানুষের দল যখন হল অতি সভ্য,
তারা ভুলে গেল জন্মস্থান-
তাকালো না পিছন ফিরে।
এ কথা সত্য যে
জীবনে চলার পথে পিছন ফিরে কখনো তাকাতে নেই,
তাহলে জীবনের পথে আর এগনো যায় না।
কিন্তু যার অতীত নেই,
তার বর্তমান অন্ধকার,
তাই তার ভবিষ্যৎ অজেয়।
আফ্রিকাকে গোটা বিশ্ব বানালো তার ক্রীতদাস।
মানুষের চাকর মানুষ,
সন্তানের চাকর পিতা-
সেই 'বাবা কেন চাকর' সিনেমার মতো।
যাকে পশু বললে,
সে শেখালো স্বাধীনতার গান-
নির্যাতনের বদলে উপহার,
শোষণের বদলে মর্যাদা
আর হত্যার বদলে মুক্তি।
সভ্যতা কেবল গায়ের চামড়ায় লেখা থাকে না-
লেখা থাকে আচারে অনুষ্ঠানে।