তিনি চলেছেন অমৃত কুম্ভের সন্ধানে
কারণ মতদানে তো এক হাঁড়ি রসগোল্লাও পাবেন না।
পেলে পেতে পারেন এক হাঁড়ি গোবর-
পরম মাতারাণীর পরম পূজনীয় প্রসাদ।
মাঝে মধ্যে গুহা দেখলেই ধ্যান করে নিচ্ছেন-
যদি ইয়েতিরা এসে তুলে নিয়ে যায়-
মানে মোক্ষ পেয়ে যান!
ইহ জগতের বৈতরণী তো পার করতে পারলেন না,
যদি পরকালের টাইমমেশিনে চড়তে পারেন ইয়েতিদের হাত ধরে!
প্রশাসন এখন চোর ডাকাত খুনি ছেড়ে
ইয়েতিদের সন্ধানে ঘুরবে!
সুনীলদার কাকাবাবু যদি আজ বেঁচে থাকতেন!
সারা দেশে আতঙ্ক ছড়িয়ে
এখন পাহাড় চূড়ায় আতঙ্ক ছড়ানো বার করে দিতেন।
যদি কাকাবাবুর ক্রাচটা 'আর'-যুদ্ধবিমানের কাগজপত্রের মতো
গায়েব হয়ে যেত,
তাহলে তিনি কৃত্রিম পা বেঁধে ঝাঁপ দিতেন মহা অভিযানে!