১) ধ্যান ৫
হিটলার যখন আত্মহত্যা করলো,
সেই গুলির শব্দে জার্মানদের ধ্যান ভেঙেছিল।
তার আগে অবধি তারা স্বর্গসুখ অনুভব করছিল।
এখন আমাদেরও মনে হচ্ছে যে
আমরা স্বর্গে আছি
কারণ আমরা এখন ধ্যানমগ্ন।
গুলির শব্দ না শুনলে ধ্যান ভাঙবে না।
আচ্ছা সকল হিটলারের কি একই ভাবে মৃত্যু হয়?
২) ধ্যান ৬
ভূতের রাজা এবার বর দেয়নি, বর পেয়েছে।
ভূতের রাজা ধ্যান করে মানুষের রাজা হয়েছে।।