তিনি ধ্যান করে ফিরে এলেন হিমালয় থেকে।
মর্তের মানুষকে আদেশ দিলেন ধ্যানে বসার,
'ধ্যানে বসলে ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা সব মিটে যায়।
ভুলে থাকা যায় নিজের সত্তা ও অস্তিত্ব।
ভুলে থাকা যায় ভয়...'।
তিনি হিমালয় থেকে অধিকার নিয়ে ফিরেছেন-
আরো পাঁচ বছর মানুষকে ধ্যানে বসিয়ে রাখার
ক্ষমতা অর্জন করে।
অর্জন করেছেন মানুষকে বন্দি করার ক্ষমতা।
আর মানুষ সাধারণ জ্ঞান হারিয়ে চলেছে হলাহলের সন্ধানে!
সকল মানুষের গলায় লাগাম বেঁধে
তার রাশ ধরতে পারলেই তিনি অমর হবেন-
তবে সেটা স্বর্গে, মর্তে না পাতালে- সেটা জানা নেই!
আমি ধ্যানে বসে খুঁজে বেড়াচ্ছি
ঠাকুরমার ঝুলির সেই ঠাকুরমাকে।
যিনি বলে দেবেন
কোন মাছের পেটে রাক্ষসের প্রাণটা আছে!