মানুষের ধরণ দেখলে বাঁচিনে...
অপরে ব্যথা পেয়েছে
নিজেই কেঁদে খুন।
আরে তুই নিজে তো সুখে আছিস-
কেন শুধু শুধু নিজের সুখ বিসর্জন দিবি!
তুই তোর সংসার নিয়ে ভাব।
তুই বলিস,
'আমার ক্ষুদ্র সংসার এই বৃহৎ সংসারের অঙ্গ।
তাই অপরের দুঃখ সহ্য হয় না'।
আমি বলি, 'তুই যোগী'।
এমন মানুষও আছে
অপরের সুখ দেখলে জ্বলে ওঠে।
নিজে তো জীবনে কত পেয়েছে,
তাহলে অন্যের একটু পাওয়াতে কেন এত দুঃখ?
সবাই খালি হাতে এসেছে
কিন্তু খালি হাতে যাবে কেন?
অন্তত দুটো খড়কুটো তো নিয়ে যাক।
সে রেগে বলে, 'সব আমার। ও কেন পাবে'?
আমি বলি, 'তুমি ভোগী'।
জ্ঞানী মানুষ সব পেয়েও কিছু পায় না
আর অজ্ঞানী মানুষ সব কিছু পেয়েও হারিয়ে ফেলে।