ধর্মদাস চিরকাল ধর্ম মেনেছে।
হেঁটেছে ধর্মের পথে।
কারো সাথে করেনি অধর্ম।
শেষ বয়সে কেন তার ভাগ্য বিপথে?
ডাক্তারকে সে ভগবান মানে।
রীতিমতো করে পুজো।
দূরদূরান্ত থেকে এসেছিল জেলা হাসপাতালে,
রোগের ভারে বেজায় অকেজো।
ফিরে যেতে হল খালি হাতে-
তেমন গুরুতর নয় রোগ!
দুবার আসার ক্ষমতা গরীবের থাকে কি?
কাদের কর্মফলে তার এই দুর্ভোগ?
সে যাকে ভগবান বলে,
তার ক্ষতি হওয়ার কথা ভাবে না স্বপ্নে।
তবু তার কেন এই দশা?
অসহায়কে বেসরকারী হাতছানি দেয় দুঃস্বপ্নে।
আবার কি আসতে পারবে সে?
কবে মিটবে গণ্ডগোল?
গণ্ডগোলের শেষ নেই, একের পর এক লেগে থাকা!
ততদিনে যদি শরীরে লাগে হট্টগোল?
সে চায় সবাই বিচার পাক-
সবার মধ্যে সেও আছে।
বিচার ছাড়া মানুষ বাঁচে না, চিকিৎসা ছাড়াও------
মানুষের ঋণ মানুষেরই কাছে।