কয়লার রং হাজার বার ধুলেও যায় না।
টাইম কলের জল শেষ হয়ে যাবে
কিন্তু তার চরিত্র কখনোই বদলাবে না।
মনের ধারণাও ঠিক তাই।
শেখাতে শেখাতে মানুষের জিভ খসে পড়বে,
ধারণ আর বদলাবে না ।
যিনি ডান হাতে খেলেন,
তিনি ডান হাতেই খেলবেন,
জোর করে বাঁ হাতে তাকে কখনোই খেলানো যাবে না।
যিনি বাঁ হাতে খেলেন,
তিনি বাঁ হাতেই খেলবেন,
জোর করে ডান হাতে তাকে কখনোই খেলানো যাবে না।
কেউ কেউ আবার
ডান হাতে ব্যাট করেন ও বাঁ হাতে বল করেন
অথবা বাঁ হাতে ব্যাট করেন ও ডান হাতে বল করেন।
অর্থাৎ সুবিধাবাদী!
কার কী ধারণা তা নিয়ে
আমার কোনও মাথা ব্যথা নেই।
ধারণার সাথে যেন যুক্তি থাকে-
চোখ কান খুলে মানুষ সবকিছু গ্রহণ করুন:
তাহলেই তার পূর্ণ বিকাশ সম্ভব।