কোথায় সৃষ্টি, কোথায় উল্লাস?
মানুষের পিছনে আছোলা বাঁশ!
ধানক্ষেতে কৃষকের লাশ------

কোথায় ধর্মের নীতি, কোথায় রাজার নীতি?
মানুষের মনে মৃত্যুর ভীতি!
ধানক্ষেতে খুনী নরপতি------

কোথায় জীবন, কোথায় জীবিকা?
মানুষের ভিড়ে মানুষই একা!
ধানক্ষেতে রক্তাক্ত গাড়ির চাকা------

কোথায় গণতন্ত্র, কোথায় মানব সেবা?
মানুষ বন্দি কারণ মুখ বোবা!
ধানক্ষেতে লড়বে কেবা------

কোথায় উন্নতি, কোথায় জয়গান?
মানুষের হুঁশ হারিয়েছে মান!
ধানক্ষেতে মনুষ্যত্ব খানখান------

কোথায় মুক্তি, কোথায় সুখ?
মানুষের নীরোগ দেহেই অসুখ!
ধানক্ষেতে ফসল জ্বালায় সর্বভুক------

কোথায় নিষ্পত্তি, কোথায় আবেদন?
মানুষের হেরে যাওয়া নিবেদন!
ধানক্ষেতে সময়ের লুক্কায়িত বদন------

কোথায় বিচার, কোথায় আইন?
মানুষ গোণে শেষ দিন!
ধানক্ষেতে বাজে সাপুড়ের বিন------