১) ধান
শুনেছি খিদে পেলে বাঘেও ধান খায়।
খিদের জ্বালা এমনই জ্বালা-
সব হিংসা ভুলে হিংসকও নিরামিষাশী হয়।
অপরকে দেওয়া জ্বালা
যখন নিজের গায়ে লাগে
বিষে বিষে বিষ ক্ষয়।
নিজে না জ্বললে
অপরের জ্বালা অনুভব করা যায় না কখনো।
তাই জ্বালা দিক ছাই না দিক,
সব মানুষেরই নিজের জ্বালায় জ্বলা উচিত।
২) সার্থক
ডিগ্রী বাড়ি গাড়ি সুনাম
কিন্তু শান্তি পেলাম কই!
সব থেকেও মনে শান্তি নেই-
শান্তির সাথে সুখ উধাও।
হে ভগবান!
যেন একজন মানুষের উপকারে আসতে পারি,
তাহলেই জীবন সার্থক।
জন্ম পুরস্কার আরাধনায়
সার্থকতা কই
যা সেবাধর্মে আছে!