যতদিন যৌবন,
ততদিনই জীবন।
চিবিয়ে না খেলে
খাবার হজম হয় না।
দাঁত না থাকলে
মানুষ বোঝে দাঁতের মর্ম।
পেটের দায়ে যত কাণ্ডকারখানা-
যদি ঠিক মতো খেতেই না পারি,
তাহলে জীবন বৃথা।
শিশু যুবকের পিতা বটে,
সে গিলে খায়,
তাই জীবনের লড়াই সে বোঝে না।
বৃদ্ধ বৃদ্ধা জীবনের দিন গোণে,
তাই গিলে খেতে বাধ্য,
সব লড়াই শেষ।
তাই যৌবনকে ধরে রাখো,
আজীবন এই জীবনকে পাবে।