১) দাঙ্গা কেন

জল, পানি, ওয়াটার- একই মানে।
গীতা, কোরান, বাইবেল- একই মানে।
ঈশ্বর, আল্লাহ, গড- একই মানে।
হিন্দু, মুসলমান, খ্রীস্টান- একই মানুষ------

সবার ধমনীতেই বইছে লাল রক্ত।
কিন্তু রক্ত ঝরে কেন?

মানুষ হয়ে জন্মেছি
কিন্তু মানুষ হয়ে উঠতে পারিনি।
সত্যি সত্যিই আজও পারিনি!

২) দুগ্ধ ও মাংস

যে মায়ের দুগ্ধ পান করো,
সেই মায়ের মাংস খাবে?

তুমি এখনো শিশু, দাঁত উঠুক বুঝবে।
এখানে মা বোনের কোনো গল্প নেই।
তাহলে তোমার দাঁত কখনোই উঠতো না------
আজীবন শিশু থাকতে তুমি!
দাঁত চিবানোর কাজে লাগে:
আর দুগ্ধ কেউ চিবিয়ে খায় না!
যার যা ধর্ম------