কে বললো কারো জীবনে দুঃখ থাকে না?
ব্যাংকের ম্যানেজার।
বৌ বাচ্চা নিয়ে সুখের সংসার।
কোথাও কোনো অভাব নেই-
না অর্থের, না সুখের।
তবু ঘুরে ফিরে মনে অশান্তির মেঘ------
ছেলেবেলার স্মৃতি।
তখন বয়স কত মনে নেই।
দিনে দুপুরে বাড়িতে ডাকাতি।
সোনা দানা নগদ লুটপাট।
ছোট ভাই চিনে ফেলে একজনকে-
ডাকাতরা কেটে ফেললো তাকে:
রক্ত গঙ্গা ঘরেই।
তারপর বাবা মাও আর বেশি দিন বাঁচেন নি।
ছোট কাকা কষ্ট করে মানুষ করেছেন-
তিনি বিয়ে করেন নি-
নিচের তলায় থাকেন।
সময় যে কখন কার জীবনে ডাকাতি করে কে জানে?
তাই সময়ের সর্বদা দুই রূপ-
সুসময় ও অসময়- জীবনের দিন রাত- মুদ্রার হেড টেল।