পাখিটা বহুবার আকাশে ওড়ার চেষ্টা করছিল
কিন্তু বালিতে মুখ থুবড়ে পড়ছিল বারবার।
সমুদ্রের ধারের চিত্র।
তবে হাল ছাড়েনি, লড়ছিল আবার।
মনে হল আমার প্রাণ পাখিটা-
যেটা রোজ সংগ্রাম করে জীবন ঝড়ের বিরুদ্ধে।
যত হারে, পায় তত বল:
লড়াইয়ে দেবে জীবন, তবু হারবে না জীবনযুদ্ধে।
ঝড় থেমে যায় একসময় কিন্তু ওর চেষ্টা থামেনি,
হঠাৎ উড়ে গেলো আকাশে
উপেক্ষা করে মেঘ বৃষ্টি আর ঘোষণা করলো জিৎ-
লেগে থাকলে বিজয় আসে।
জীবনের ঝড় যাপনের ঝাপটা দিয়েই
করা যায় অতিক্রম- এই কারণেই ঝড় মিঠে,
তা না হলে জীবনের রং কেবলই সাদা কালো।
সময়ের সাথে লড়া, অসময়ের বোঝা পিঠে।
এখন আকাশে রোদ্দুর, মেঘের নেই দেখা।
পাখিটা আরেকটা ঝড়ের অপেক্ষায়।
দেখাবে নিজের খেল- ঝড় আসার আগেই যাবে উড়ে,
নামবে ঝড় শেষে, ঝড়ের পরাজয়।