'তোমরা আমার যা ক্ষতি করলে
খোদা তোমাদের কোনো দিনও ক্ষমা করবেন না'।
'আমরা ভুল শুধরে নিয়েছি, এই অনেক'।  

নিরীহ কিছু মানুষকে ভয় প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়-
তাদের দোষ এই যে-
তারা সালাত করে ও দাড়ি রাখে।
কিন্তু সালাত করলেই ও দাড়ি রাখলেই
কেউ আততায়ী হয়ে যায় না:
যেমন জেব্রার গায়ে হলুদ মাখালে
ওটা রয়েল বেঙ্গল টাইগার হয় না।

এর ভিতরকার রাজার নীতিটা দীঘির কালো জলের মতো:
গভীরতা মাপতে গেলে তলিয়ে যেতে হয় চিরতরে!
গৃহপালিত পশুই মা, মানবীর কান্না এদের কাছে হাম্বা!

উর্দিধারীরা নিরাপত্তার বেড়া ভেঙে দেয়------
ফুঁ দিলেই তো ধুলো ওড়ে,
অযথা ঝাঁটা দিয়ে কষ্ট করে ঝাঁট দিয়ে কি হবে!
কিন্তু এভাবে কোটের পকেটের ধুলো সরানো যায় কি?
কোটের পকেটের ভিতর এখন ধর্মনিরপেক্ষতা বসবাস করে!